নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ

অনাগত মুসলিম শিশুর ইসলামিক সুন্দর নামনবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ রাখার জন্যে দুশ্চিন্তা না করে বিজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নিতে পারেন। নবশিশু জন্মের পর থেকেই পরিবারের ব্যক্তিবর্গ সকলে সুন্দর একটি নাম রাখতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েন। 
নবশিশুর-আকর্ষণীয়-অর্থ-দিয়ে-সুন্দর-নামসমূহ
প্রতিটি ধর্মেই সন্তানের সুন্দর নাম রাখার বিধান রয়েছে। তবে অনেকেই অসচেতনতা এবং আলসেমির ফলে অনেক সময় নবশিশুর সুন্দর নামকরণ করতে ব্যর্থ হয়ে থাকেন যা খুবই দুঃখজনক।

পেইজ সূচিপত্র

নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ

সুন্দর অর্থের মাধ্যমে নবশিশুর নাম নির্বাচন করা প্রতিটি পিতামাতার নৈতিক দায়িত্ব যা পরবর্তীতে শিশুর ব্যক্তিগত জীবনে খুব ভালো একটি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশুর জীবনের গুণাবলীগুলো তার সঠিক নাম নির্বাচনের মাধ্যমে ফুটে উঠে। নবশিশুর ভবিষ্যৎ জীবনের সুখময় প্রতিটি মুহূর্তকে ভালো রাখার জন্য একটি সুন্দর নামের কোন বিকল্প নেই।
শুধু তাই নয় শিশুর স্বভাব চরিত্রের উপর খুব ভালো একটি ইতিবাচক প্রভাব গড়ে তুলতে পারে। এটি সৃষ্টিকর্তা প্রদত্ত এমন একটি নিয়ামত যা একটি নবশিশুর জীবনযাত্রাকে সহজ করতে পারে। নবশিশুর নাম নির্বাচন করার ক্ষেত্রে আকর্ষণীয় অর্থ খুঁজে নিয়ে অর্থবোধক নাম রাখতে হবে। কারণ সেই নামের উপর ভিত্তি করে একটি শিশুর কৃতিত্ব এবং গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। প্রতিটি ব্যক্তির ধর্মীয় বিষয়ের উপর নির্ভর করে তার নামটি কি হতে পারে।

যেমন সেই ব্যক্তিটি কোন ধর্মের হতে পারে তার উপর ভিত্তি করে সুন্দর অর্থ দেখে নাম রাখতে হবে। কারণ একটি শিশুর চরিত্র সুন্দর কোন নামের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। শিশুটি যদি মুসলিম হয় তাহলে পবিত্র কুরআন হাদিসের আলোকে সন্তানের নাম ইসলামিক ভাবে রাখা উচিত। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবশিশুদের জন্য ইসলামিক সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছেন। চলুন কিছু ইসলামিক নাম সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।

  1. আউন নামটির অর্থ হলো = সাহায্যকারী অথবা বন্ধুত্ব। 
  2. আইমান নামটির অর্থ হলো = সৌভাগ্যবান অথবা নির্ভীক। 
  3. আকরাম নামটির অর্থ হলো = সবচেয়ে উদার। 
  4. আকিব নামটির অর্থ হলো = একজন ভালো উত্তরসূরি অথবা অনুসরণকারী। 
  5. জওয়াদ নামটির অর্থ হলো = দানশীল। 
  6. সালাম নামটির অর্থ হলো = শান্তি। 
  7. দাইয়ান নামটির অর্থ হলো = বিচারক। 
  8. সামিহ নামটির অর্থ হলো = ক্ষমাকারী। 
  9. যাকী নামটির অর্থ হলো = মেধাবি। 
  10. আদীল নামটির অর্থ হলো = ন্যায়পরায়ণ। 
  11. আহনাফ নামটির অর্থ হলো = ধর্ম বিশ্বাসে খাঁটি। 
  12. আরশাদ নামটির অর্থ হলো = সবচাইতে সৎ। 
  13. আজফার নামটির অর্থ হলো = অতুলনীয় সুগন্ধী। 
  14. আজিজ নামটির অর্থ হলো = ক্ষমতাবান। 
  15. আসফাক নামটির অর্থ হলো = অধিক স্নেহশীল। 
  16. আজরাফ নামটির অর্থ হলো = অতি বুদ্ধিমান। 
  17. আতহার নামটির অর্থ হলো = অতিপবিত্র। 
  18. তাহের নামটির অর্থ হলো = পবিত্র। 
  19. সাদিক নামটির অর্থ হলো = সত্যবান। 
  20. সিরাজ নামটির অর্থ হলো = প্রদীপ। 
  21. রাহীম নামটির অর্থ হলো = দয়ালু। 
  22. শাকিল নামটির অর্থ হলো = সুপুরুষ। 
  23. মুজাহিদ নামটির অর্থ হলো = ধর্মযোদ্ধা। 
  24. আমির নামটির অর্থ হলো = নেতা। 
  25. জাহীদ নামটির অর্থ হলো = সন্ন্যাসী। 
  26. আনিস নামটির অর্থ হলো = আনন্দিত। 
  27. নাফিস নামটির অর্থ হলো = উত্তম। 
  28. ওয়ালীদ নামটির অর্থ হলো = শিশু। 
  29. ফহেত নামটির অর্থ হলো = বিজয়ী। 
  30. দবীর নামটির অর্থ হলো = চিন্তাবিদ। 

নবশিশুর ইসলামিক সুন্দর নাম

শিশুদের ইসলামিক আকর্ষণীয় সুন্দর নাম রাখাটা অনেক পিতা মাতার ক্ষেত্রে অনেক বেশি আলসেমি লাগতে পারে। কারণ অধিকাংশ অভিভাবক অনেক অসচেতনতা বশত ছেলে মেয়েদের নাম রাখা নিয়ে খুব বেশি উদাসীন থাকেন। সেইক্ষেত্রে যদি নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ রাখার জন্য পিতামাতার মাঝে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে তাদের অজ্ঞতা অনেকটাই দূরীভূত হতে পারে।

বিশেষ করে যেই সকল পিতামাতার এই সকল বিষয়ে পূর্ব থেকেই কোন ধরনের ধারণা থাকে না। তাদের অনাগত নবশিশু হওয়ার পূর্বেই তাদের মধ্যে শিশুর নাম রাখার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। এটি প্রতিটি বাবা মার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। যখন নবশিশুর জন্য একটি সুন্দর নাম রাখা হয় তখন তার ব্যক্তিগত জীবনেও এর বেশ প্রভাব ফেলে। বিশেষ করে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং শিশুর স্বভাব চরিত্র সঠিক কাঠামোতে গড়ে উঠতে পারে।
নবশিশুর-ইসলামিক-সুন্দর-নাম
শিশুদের যখন সুন্দর একটি নামে ডাকা হয় তখন তাদের মধ্যে এক ধরনের আনুগত্য সৃষ্টি হয় যার ফলে তারা বড়দের প্রতি খুবই শ্রদ্ধাশীল হয়। সুন্দর একটি নাম শিশুর জীবনকে পরিপূর্ণভাবে পাল্টে দিতে সাহায্য করতে পারে। যদি আপনি আপনার অনাগত শিশুর জন্য কোন ধরনের নাম কি রাখবেন সেটি সিলেকশন করতে না পারেন তাহলে বড়দের সাহায্য নিতে পারেন। নবশিশুর জন্য অসংখ্য সুন্দর নাম রয়েছে। যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী নাম রাখতে পারেন। 

অথবা অন্য যেকোন ধর্মের হলে সেই অনুযায়ীও নাম নবশিশুর জন্য নির্বাচন করতে পারেন। এইক্ষেত্রে আপনার নবশিশুর নামের অর্থ খুব ভালোভাবে জেনে নিয়ে আপনাকে শিশুর জন্য নাম নির্বাচন করতে হবে। ইসলামের ইতিহাসে যেই সকল সুন্দর নামগুলো লিপিবদ্ধ রয়েছে সেখানে তাৎপর্য অনুসারে আপনি আপনার নবশিশুর জন্য অর্থবোধক নাম বাছাই করে নিতে পারেন। এতে করে কোরআন থেকে সাহাবাদের নামগুলো খুঁজে নিতে পারেন। যেই সকল নামগুলো আধ্যাত্মিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে তা অবশ্যই নবশিশুর ইসলামিক শিক্ষায় গভীরভাবে প্রভাব ফেলতে পারে।

নবশিশুর ইসলামিক অর্থবোধক পূর্ণাঙ্গ নাম

শিশুর জন্য ইসলামিক পরিপূর্ণ নাম যদি রাখা যায় তাহলে আপনি সেই অনাগত নবশিশুকে সেই নামে ডেকে খুব বেশি আনন্দ অনুভব করতে পারেন। যদি আপনি বাবা মা হিসেবে প্রথমবারের মতো নবাগত শিশুর আগমন ঘটে তাহলে সেই সময়ে যদি আপনার মধ্যে নাম নির্বাচন করা নিয়ে কোন ধরনের চিন্তা কাজ করে তাহলে আপনি ওয়েবসাইট থেকে আধুনিক এবং অর্থবোধক নাম খুব ভালোভাবে দেখে বাছাই করতে পারেন।

সন্তানের একটি সুন্দর নাম রাখার মাধ্যমে প্রথমে একটি তালিকা করে নিতে পারেন যেন নাম নির্বাচন করতে সুবিধা হয়। এইক্ষেত্রে আপনি মুসলিম হয়ে থাকলে অনেক সুন্দর অর্থবোধক আরবি নাম রাখতে পারেন। কারণ নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ এর উপর ভিত্তি করে একজন পিতামাতা বেহেশতে যেতে পারে। কারণ সামাজিক দিক থেকে ইসলামিক নামগুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ হয় তেমনি ধর্মের দিক থেকেও সেটি অনেক ঊর্ধ্বে। সুন্দর অর্থবোধক ইসলামে কিছু নামের বিষয়ে চলুন দেখে নেওয়া যাক।

  1. হামদার নামের অর্থ = প্রশংসাকারী। 
  2. লাবিব নামের অর্থ = বুদ্ধিমান। 
  3. নাবিল নামের অর্থ = শ্রেষ্ঠ। 
  4. মাইমূন নামের অর্থ = সৌভাগ্যবান। 
  5. খাত্তাব নামের অর্থ = বড় বক্তা। 
  6. ইয়াদ নামের অর্থ = শক্তিমান। 
  7. জুনাদা নামের অর্থ = সাহায্যকারী। 
  8. হাম্মাদ নামের অর্থ = অধিক প্রশংসাকারী। 
  9. নামীদ নামের অর্থ = অন্তরঙ্গ বন্ধু। 

নবশিশুর সুন্দর অর্থবোধক নামসমূহ

সুন্দর অর্থ দিয়ে নবশিশুর নাম রাখতে পারাটা খুবই উত্তম এবং সওয়াবের কাজ হতে পারে যা একজন পিতামাতা হিসেবে আপনার প্রথম কর্তব্য। জন্মের পরই একটি অনাগত শিশু যখন পৃথিবীর আলো দেখতে পায় তখন তাকে যদি একটি সুন্দর নামে ডাকা হয় তখন শিশুটির উপর সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হয়। শিশুটির মধ্যে সেই নামের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। কারণ আপনি যখন একটি সুন্দর অর্থবোধক নামের মাধ্যমে শিশুটিকে নিয়মিত ডাকাডাকি করবেন তখন তার মধ্যে সুন্দর স্বভাব চরিত্র লক্ষ্য করা যাবে।

হিন্দু অথবা মুসলিম যেকোন ধর্মেরই হয়ে থাকেন না কেন আপনার অনাগত শিশুর জন্য সুন্দর নাম রাখাটা খুবই জরুরি। শুধু নাম রাখলেই হবে না অবশ্যই এমন ভাবে নাম নির্বাচন করতে হবে যেন সেই নামে ডাকা মাত্রই সেই শিশুর মনে আনুগত্য ভাব প্রকাশ পায়। সেই সাথে শিশুরা অনেকটুকু ইসলামিক মনোভাব নিয়ে গড়ে উঠার সুযোগ পায়। একজন মুসলিম পিতামাতা হিসেবে আপনার এটি নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ কিছু সুন্দর নাম জেনে রাখুন। 

  1. আল কুদ্দুস নামের অর্থ = পূতপবিত্র। 
  2. আল গাফফার নামের অর্থ = ক্ষমাশীল। 
  3. আল ওয়াহহাব নামের অর্থ = মহাদানশীল।
  4. ঈশিতা নামের অর্থ = ঐশ্বর্য। 
  5. কলাবতী নামের অর্থ = পার্বতী। 
  6. কল্যাণী নামের অর্থ = মঙ্গলময়ী। 
  7. কস্তুরী নামের অর্থ = মৃগনাভি। 
  8. কৃষ্ণা নামের অর্থ = দ্রৌপদী। 
  9. গীতা নামের অর্থ = ধর্মগ্রন্থ। 
  10. চন্দ্রিকা নামের অর্থ = জ্যোৎস্না। 
  11. চারুলতা নামের অর্থ = সুন্দর লতা।

নবশিশুর আগমনে বিভিন্ন অক্ষর দিয়ে নাম

বিভিন্ন অক্ষরের মাধ্যমে নবশিশুর সুন্দর নাম রাখা যেতে পারে যা আপনার প্রথমবারের মতো পিতামাতা হওয়ার সময় সুবিধা হতে পারে। কারণ যারা নতুন পিতামাতা তাদের প্রথম অবস্থায় সন্তানের নাম রাখার কোন ধরনের অভিজ্ঞতা নাই থাকতে পারে। কিন্তু যদি আপনি একটু চেষ্টা করেন তাহলেই সুন্দর একটি অর্থবোধক নাম আপনার শিশুর জন্য রাখতে পারেন।

সুন্দর একটি অক্ষর দিয়ে আপনার মনের মত করে যখন নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ নির্বাচন করবেন তখন দেখবেন আপনার মনের মধ্যেও একটি আনন্দ ভাব কাজ করতে থাকবে। যা নবশিশুর আগমনে এক বিস্ময়কর ভূমিকা রাখতে পারে। হয়তো আপনার সোনামনির জন্য দুই শব্দের অথবা তিন শব্দের নাম খুঁজে বেড়াচ্ছেন। অক্ষর দিয়ে যদি নাম খুঁজে থাকেন তাহলে চলুন বেশ কিছু অক্ষর দিয়ে নামের অর্থ জেনে নিই।

  1. আবরার হামিদ নামের অর্থ = ন্যায়বান প্রশংসাকারী।
  2. আসেফ আকতাম নামের অর্থ = যোগ্য নেতা।
  3. দিলির হামিম নামের অর্থ = সাহসী বন্ধু। 
  4. ফারহান আনিস নামের অর্থ = প্রফুল্ল বন্ধু। 
  5. ফাতিন আখইয়ার নামের অর্থ = সুন্দর চমৎকার মানুষ। 
  6. হামি আহবাব নামের অর্থ = রক্ষাকারী বন্ধু। 
  7. মুয়ীজ নামের অর্থ = সম্মানিত। 
  8. মুস্তফা আসাদ নামের অর্থ = মনোনীত সিংহ। 

মুসলিম নবশিশুর ডিজিটাল নাম

অনাগত মুসলিম শিশুর ডিজিটাল নামের অর্থ জেনে রাখার কথা ভাবছেন কি? যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই মুসলিম নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ রাখতে হবে যা আপনার শিশুর চারিত্রিক বৈশিষ্ট্যকে নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে। অনেকের হয়তো আবার ডিজিটাল নাম খুব বেশি পছন্দ নাও হতে পারে। 

কিন্তু সেইক্ষেত্রে যদি আপনার মুসলিম অনাগত শিশুর জন্য আরবি অর্থবোধক সুন্দর নামগুলো ডিজিটাল ভাবে রাখেন তাহলে সেটি আরো বেশি সুন্দর হতে পারে। ডিজিটাল নাম যদি আপনি আনকমন ভাবে রাখতে পারেন। তাহলে আপনার নবশিশুর নাম বাছাই করতে আপনার খুব বেশি সুবিধা হতে পারে। কিছু ডিজিটাল নাম সম্পর্কে চলুন বিস্তারিত দেখি।

  1. তাবিয়া নামের অর্থ = অনুগত। 
  2. তাবাসসুম নামের অর্থ = মুচকি হাসি। 
  3. তাসফিয়া নামের অর্থ = পবিত্রতা। 
  4. আনিকা নামের অর্থ = রূপসী। 
  5. নাফীসা নামের অর্থ = মূল্যবান। 
  6. হাবীবা নামের অর্থ = প্রিয়া।
  7. ফারজানা নামের অর্থ = জ্ঞানী। 
  8. ফিরোজা মূল্যবান নামের অর্থ = পাথর। 

মুসলিম নবশিশুদের নামের তালিকা

সুন্দর অর্থ দিয়ে মুসলিম শিশুর নামের তালিকা প্রথম অবস্থায় করে নিতে পারলে খুব সহজেই নবশিশুর জন্য নাম নির্বাচন করা যায়। যার কারণে খুব বেশি একটা বেগ পেতে হয় না। নবশিশুদের সুন্দর নাম রাখাটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য এর মধ্যে পড়ে যায়। চাইলেও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ নবশিশুর জন্য পিতামাতা আশীর্বাদ রূপে সব সময় থাকেন যা তার নতুন জীবনযাত্রাকে এক সহজ রূপদান করতে পারে।

কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী যখন আপনার নবশিশুর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করবেন তখন অবশ্যই ইসলামী নামের আওতাভুক্ত এই ধরনের নাম রাখবেন। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নিকট পছন্দের নামগুলোর তালিকায় আবদুল্লাহ এবং আবদুর রহমান নাম অন্তর্ভুক্ত। উপরে উল্লেখিত নামের তালিকা দেখে সুন্দর নামগুলোকে বাছাই করে নিয়ে একটি তালিকা তৈরি করে নিতে পারেন। যার মাধ্যমে আপনার শিশুর আকর্ষণীয় অর্থবোধক পূর্ণাঙ্গ নাম খুঁজে পেতে সহজ হবে। 

মুসলিম নবশিশুর জন্যে সাহাবীদের নামের তালিকা

মুসলিম নবজাতকের জন্য সাহাবীদের নাম নির্বাচন করার পূর্বে সুন্দর করে খাতা কলম এর মাধ্যমে একটি তালিকা তৈরি করে নিতে পারেন। আপনি যখন প্রথমেই কিছু সুন্দর নাম নির্বাচন করে নিবেন তখন তা আপনার জন্য খুব সহজ হতে পারে। কারণ তখন শিশুর নাম আর আপনাকে আলাদা করে খুঁজতে হবে না। মুসলিম নবশিশুর জন্য সাহাবীদের নাম খুবই বরকতম হতে পারে।
মুসলিম-নবশিশুর-জন্য-সাহাবীদের-নামের-তালিকা
কারণ এতে করে নবশিশুর জন্য সৃষ্টিকর্তার পক্ষ হতে রহমত বর্ষিত হয়। শুধু তাই নয় মুসলিম নবশিশুর নতুন জীবনযাত্রার ভাব অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় যা এক নতুন যাত্রার আবির্ভাব ঘটায়। চলুন জেনে নেওয়া যাক সাহাবীদের গুরুত্বপূর্ণ কিছু নাম সমূহ। 

  1. আবদুল্লাহ ইবনে আব্বাস নামের অর্থ = কোরআনের বিখ্যাত ভাষ্যকার। 
  2. জুবায়ের নামের অর্থ = জ্বলন্ত।
  3. ওসমান শব্দের অর্থ = শান্তি। 
  4. আলী নামের অর্থ = উচ্চ। 
  5. আবু বকর নামের অর্থ = পিতার বন্ধু। 
  6. আবু দারদা নামের অর্থ = জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি। 
  7. সাঈদ নামের অর্থ = আনন্দিত। 
  8. আবদুর রহমান নামের অর্থ = দয়াময়। 
  9. খালিদ ইবনে আল ওয়ালিদ নামের অর্থ = আল্লাহর তরবারি। 
  10. সাদ নামের অর্থ = সৌভাগ্য। 
  11. হামজা নামের অর্থ = বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের একজন। 

হিন্দু নবশিশুদের নামের তালিকা

হিন্দু নবজাতকের জন্য সুন্দর নাম নির্ধারণ করাটাও পিতামাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ প্রত্যেক ধর্মেই সুন্দর নাম রাখার বিধান রয়েছে। শুধুমাত্র মুসলিম শিশুই নয় যেকোন ধর্মের শিশুদের জন্য অর্থাৎ হিন্দু ধর্মের হলেও সেই সকল শিশুদের জন্য অবশ্যই সুন্দর নাম রাখা আবশ্যক। এই বিষয়ে কোন রকমভাবে অসচেতনতা থাকা যাবে না। অবশ্যই যখন আপনি নবশিশুর জন্য হিন্দু ধর্মের নিয়ম এবং আভিধানিক অর্থ অনুযায়ী নাম নির্বাচন করবেন।

তখন অবশ্যই একটি তালিকা তৈরি করে নিবেন যাতে করে শিশুর নাম বাছাই করতে আপনার সুবিধা হয়। প্রথম অবস্থায় আপনার জন্য এটি একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আপনি যখন অনেকগুলো নামের অর্থ জেনে সুন্দর সুন্দর নামগুলোকে বাছাই করে নিবেন তখন আপনার জন্য এটি অনেকটুকু সহজ হয়ে যেতে পারে। আধুনিক পিতামাতারা সব সময় দ্রৌপদী নামগুলো হয়তো পছন্দ করে থাকেন। 

তাই নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ এর জন্য আদর্শ এবং আধুনিক নামের তালিকাগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক হিন্দু নবশিশুদের কিছু নামের তালিকা সম্পর্কে যা নবশিশুকে এক শান্তির বার্তা বয়ে দিতে পারে।

  1. অপূর্ব নামের অর্থ = অত্যাধিক সুন্দর। 
  2. অবনীন্দ্রনাথ নামের অর্থ = ইন্দ্র।
  3. অভি নামের অর্থ = ইচ্ছা। 
  4. অসীম নামের অর্থ = অনন্ত। 
  5. ভদ্রক নামের অর্থ = সাহসী। 
  6. চৈতন্য নামের অর্থ = জীবনীশক্তি। 
  7. দেবজ নামের অর্থ = দেবতার থেকে জন্ম। 
  8. দেবক নামের অর্থ = ঐশ্বরিক। 
  9. ফণীন্দ্র নামের অর্থ = ভগবান শিবের অপর নাম। 
  10. অরমান নামের অর্থ = দেবতার একজন বন্ধু। 
  11. ইশর নামের অর্থ = আশীর্বাদ। 
  12. ইলগান নামের অর্থ = জ্যোতির্ময় চক্র।

কেন নবশিশুর জন্যে সুন্দর একটি নাম বেছে নেবেন

ছোট্ট সোনামণির সুন্দর নাম নির্বাচনের কারণ একজন পিতামাতা হিসেবে আপনার জেনে নেওয়া দরকার। কারণ নবশিশুরা নিষ্পাপ হয়। তাদের সুন্দর নাম রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন শিশুটিকে আপনি সুন্দর একটি নামে ডাকবেন তখন শিশুটির মধ্যে তার প্রভাব লক্ষ্য করা যায়। একটি সুন্দর নাম আপনার নবশিশুর জন্য জীবনের এক প্রথম যাত্রা হতে পারে।

অনাগত শিশু আসার সাথে সাথেই পৃথিবীর আলো দেখতেই যখন সুন্দর নামে তাকে ডাকা শুনবে তখন সেই শিশুর মধ্যেও অনেক সুন্দর গুণাবলীগুলো ছোট থেকেই ফুটে উঠবে। প্রতিটি শিশুর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা প্রতিটি বাবা মার একান্ত দায়িত্ব। কারণ যখন সুন্দর একটি অর্থ জেনে নিয়ে আপনি একটি নাম নির্বাচন করবেন তখন শিশুটির মধ্যেও সেই নামের অর্থ প্রভাব বিস্তার করবে।

নবশিশু জন্মের কত দিনের মধ্যে নামকরণ করতে হয়

নবজাতকের আগমনে সঠিক নামকরণ শিশুটির অনাগত থাকা অবস্থায় নির্বাচন করে নিতে পারলে শিশুটিকে জন্মের পরেই সেই নামে ডাকা সহজ হয়। তাই পূর্ব থেকেই যদি শিশুটির জন্য সুন্দর একটি নাম আপনি বাছাই করে নিতে পারেন। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিশুর জন্য নাম নির্বাচন করা আপনার জন্য কঠিন কিছু মনে হবে না। নবশিশুর যখনি জন্ম হবে যদি এর পূর্বে আপনি নাম নির্বাচন করতে ব্যর্থ হন।
তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় সুন্দর একটি নাম পরিবারের গুরুজনদের সাথে আলোচনা করে অর্থবোধক সুন্দর একটি নাম রাখতে পারেন। তবে এইক্ষেত্রে কখনোই আলসেমি করা যাবে না এবং খুব বেশি দেরি করা ঠিক হবে না। কারণ যত তাড়াতাড়ি আপনি সুন্দর একটি নাম নির্বাচন করতে পারবেন ঠিক ততটুকু তাড়াতাড়ি আপনি শিশুটিকে সেই নামে ডাকতে পারবেন। এতে করে শিশুর মধ্যে সেই নামের একটি সুন্দর প্রভাব ফুটে উঠতে শুরু করবে। 

শেষমন্তব্য

প্রিয় পাঠক, সন্তানের জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা পিতামাতা হিসেবে আপনার একটি বিশেষ দায়িত্ব এবং কর্তব্য। সেই দিক থেকে সন্তানের নাম রাখার সময় অবশ্যই আপনাকে বিশেষভাবে অর্থের দিকে খুব ভালোভাবে দৃষ্টি দিতে হবে। যেকোন ধরনের অক্ষর দিয়ে অর্থবোধক সুন্দর একটি নাম নির্বাচন করতে পারেন। ওয়েবসাইট থেকে এই আর্টিকেলে থাকা নামগুলো থেকে আপনি পূর্ণাঙ্গ অর্থ দেখে নাম নির্বাচন করতে পারেন।

নবশিশুর আকর্ষণীয় অর্থ দিয়ে সুন্দর নামসমূহ খুঁজে পেতে আপনাকে এই আর্টিকেলটি সাহায্য করতে পারে। যদি আর্টিকেলের বিস্তারিত পড়ে ভালো লেগে থাকে তাহলে আশেপাশের সকলকে শেয়ার করুন এবং আরও নতুন আর্টিকেল পেতে আপনার মূল্যবান মতামত পোস্টের নিচে দিয়ে পাশেই থাকুন যা আপনার নবশিশুর নাম নির্ধারণ করতে সহজ হতে পারে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url