ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ

ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ জেনে রাখা গুরুত্বপূর্ণ যেকোন সময় দরকার হতে পারে। ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ খুঁজে বের করা খুব বেশি কঠিন নয়। ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ জানা থাকলে খুব সহজেই শিশুর জন্যে নাম রাখতে পারবেন।
ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ
ইসলামিক নাম খুঁজে পাওয়া পর খুব সহজেই আপনার পছন্দের নামটি বাছাই করতে পারবেন। ইসলামিক নাম বাছাই করার পর পূর্ণাঙ্গ অর্থ দেখে ছেলের জন্যে নাম নির্বাচন করবেন। খুব বেশি কঠিন নাম দেখে নির্বাচন করার পরিবর্তে পরিবারের সবার পছন্দ অনুযায়ী সহজ এবং সুন্দর একটি ইসলামিক নাম সিলেক্ট করুন যাতে করে রহমতের বন্যা বয়ে যায়।

পেইজ সূচিপত্র

ভূমিকা

ইসলামিক সুন্দর নামগুলো খুজে পেতে হলে আপনাকে নিয়মিত নামের সঠিক তালিকাগুলো থেকে খুজে বের করতে হবে। কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার সোনামনির জন্যে ছেলেদের সুন্দর একটি নাম বেছে নিতে পারেন। খুব অল্প অক্ষর দিয়ে নাম খুঁজতে সকলেই আগ্রহী থাকেন।


কিন্তু যদি পূর্ণাঙ্গ অর্থসহ কোন নাম আপনার শিশুর জন্যে ঠিক করে রাখতে পারেন, তাহলে তা শিশুর জন্য খুবই মঙ্গল হয়। আদরের ছোট্ট সোনামনির নাম হবে একটি পূর্ণাঙ্গ অর্থ বহনকারী এবং ইসলামিক। নতুন সদস্য হিসেবে শিশুর নাম ঠিকভাবে রাখলে পরিবারের জন্যে এটি একটি বরকতময় হতে পারে।

মুসলিম ছেলে শিশুর আধুনিক নাম অর্থসহ

শিশুদের সুন্দর নাম অর্থসহ রাখতে পারলে অনেক বেশি সওয়াব হয়। শুধু তাই নয় যদি প্রতিদিন সেই শিশুকে ওই নামে ডাকা হয় তাহলে ইসলামিক ভাবে সেই ব্যক্তি অনেক নেকি পায়। এর ফলে যারা সেই সুন্দর নামে শিশুটিকে ডাকবে তাদের জন্যে বেহেস্তের দরজা খুব সহজেই খুলে যায়।

একজন মুসলিম হিসেবে ছেলে শিশুর জন্যে ইসলামিক নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু অর্থসহ ইসলামিক নাম সম্পর্কে।

১। আউলিয়া অর্থ = আল্লাহর বন্ধু
২। আওয়াদ অর্থ = ভাগ্য
৩। আকরাম অর্থ = অতি দানশীল
৪। আকবর আওসাফ অর্থ = মহান গুনাবলী
৫। অলি আবসার অর্থ = বন্ধু উন্নত দৃষ্টি
৬। আকমাল অর্থ = পরিপূর্ণ
৭। ইতহাফ অর্থ = উপহার দান
৮। ইমরান অর্থ = সভ্যতা
৯। ইনামুল হক অর্থ = সত্যের নেতা
১০। ইকরাম অর্থ = দানশীল 
১১। জালীস অর্থ = বন্ধু
১২। তাহাম্মুল অর্থ = ধৈর্য
১৩। তাহমীদ অর্থ = প্রশংসা
১৪। তাসবীহ অর্থ = আল্লাহর প্রশংসা করা
১৫। তানজীল অর্থ = সৌন্দর্য
১৬। তালাল আনসার অর্থ = চমৎকার বন্ধু
১৭। দিলোয়ার অর্থ = সাহসী
১৮। দীদার অর্থ = সাক্ষাত
১৯। পাপোন অর্থ = ভালোবাসার যোগ্য
২০। প্রিয়ম অর্থ = যাকে ভালোবাসা যায় অথবা প্রেমিক 
২১। ফজল অর্থ = অনুগ্ৰহ
২২। ফাহিম অর্থ = বুদ্ধিমান 
২৩। বরকত অর্থ = সৌভাগ্য
২৪। বাকী অর্থ = চিরস্থায়ী
২৫। মাইমূন অর্থ = সৌভাগ্যবান
২৬। মানসূর অর্থ = বিজয়ী 
২৭। মাদীহ অর্থ = প্রশংসাকারী
২৮। মোরশেদ অর্থ = পথপ্রদর্শক
২৯। রিজওয়ান অর্থ = জান্নাতীদূত
৩০। শেখ সাদী অর্থ = বিখ্যাত কবি

ছেলেদের ইসলামিক সুন্দর নাম অ এবং আ দিয়ে অর্থসহ

ইসলামিক ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ সুন্দর নামগুলোর মধ্যে অ এবং আ এর মধ্যে পূর্ণাঙ্গ অর্থ সংবলিত যেই সকল নাম রয়েছে তার কিছু বিবরণ এখানে নিম্নরূপ।

  • অলি আহাদ = একক বন্ধু
  • অজিফা = মজুরী অথবা ভাতা
  • অমিত হাসান = সুদর্শন
  • অসি = যাকে অসিয়ত করা হয়
  • আওয়াদ = ভাগ্য সিংহ
  • আকদাস = অতি পবিত্র
  • আকমার = অতি দানশীল শাসক
  • আব ইয়াজ আজবাব = সাদা পাহাড়
  • আবদ = প্রার্থনাকারী
  • আবদুর রাহিম = দয়ালুর গোলাম
  • আবদুল হালিম = মহাধৈর্যশীলের গোলাম
  • আবরার ওয়াদুদ = ন্যায়পরায়ন বন্ধু
  • আবিদ উল্লাহ = আল্লাহর ইবাদতকারী
  • আব্দুল আযীয = পরাক্রমশালীর বান্দা
  • আব্বাস আলী = শক্তিশালী বীরপুরুষ
  • আমজাদ = সম্মানিত অথবা বিখ্যাত
  • আমীর = নেতা অথবা দলপতি
  • আরজু = ইচ্ছা অথবা মনের বাসনা
  • আরহাম = অতীব দয়ালু

ছেলেদের ইসলামিক সুন্দর নাম ক দিয়ে অর্থসহ

ছেলেদের ইসলামিক নাম রাখতে হলে আপনি ক নাম দিয়ে যেই সকল নাম রয়েছে, তার মধ্যে থেকে যেকোন একটি বাছাই করে রাখতে পারেন। কারণ এই অক্ষর দিয়ে যেই নামগুলো রয়েছে তার অর্থগুলো খুবই পূর্ণাঙ্গ অর্থ বহন করে এবং বরকতময়।

  • কামরুজ্জামান = যুগের চাঁদ, তরবারি, সত্যের তলোয়ার, শক্তিশালী, জামানার চন্দ্র
  • কামরুল ইসলাম = ইসলামের চাঁদ
  • কাসেম = বন্টনকারী
  • কাদীর = আল্লাহর একটি নাম
  • কাওয়াম = উত্তম পরিচালক
  • কায়েস = বিখ্যাত প্রেমিক মজনুর নাম, সাহাবীর নাম
  • কামেল = পরিপূর্ণ
  • কাউকাব = নক্ষত্র
  • কামরান = বিজয়ী
  • কেরামত আলী = মহান অলৌকিক
  • কামরুল হুদা = হেদায়াত প্রাপ্ত চাঁদ

ছেলেদের ইসলামিক নামের তালিকা

ছেলেদের ইসলামিক নাম রাখা খুবই ভালো একটি দিক। কারণ যখন আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকাবেন, তখন একটি সুন্দর নাম রাখলে আল্লাহর নজর থেকে সেই নামের বরকতে রহমত পায়। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অনেক সুন্দর নাম রাখা পছন্দ করতেন এবং তিনি নিজেও অনেক সুন্দর নাম রাখার নির্দেশ দিয়ে গিয়েছেন।


কারণ একজন মানুষকে যেই নামে ডাকা হয় বা যেই নাম রাখা হয়, সেই নামের উপর নির্ভর করে ব্যক্তিটি সেই চরিত্র ধারণ করে। তার মধ্যে নামের একটি প্রভাব পড়ে যায়। এমনকি কিয়ামতের দিন যখন আল্লাহতায়ালা কোন বান্দাকে ডাকবেন তখন তার পিতার নামে তাকে থাকবেন। এই অবস্থায় যদি নামটি খুবই সুন্দর হয় তাহলে কতই না শুনতে ভালো লাগবে।

যদি আপনি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কোন নাম সম্পর্কে জানতে চান, তাহলে তার মধ্যে একটি হচ্ছে আবদুল্লাহ এবং অপরটি হচ্ছে আবদুর রহমান এই দুটি নামের অর্থই আল্লাহর বান্দা। একটি শিশু যদি ছেলে হয় তার নাম নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং সুন্দর নাম বাছাই করতে হবে।

  • আবদুল কবীর = মহা মহিম আল্লাহর বান্দা
  • আব্দুল কাদের = সর্বশক্তিমান আল্লাহর বান্দা
  • কাফিল = জিম্মাদার
  • কাওসার = জান্নাতের বিশেষ নহর
  • কোরবান আলী = মহান ত্যাগ
  • কাহহার = কঠোর ভাবে দমনকারী
  • আরশাদ = পথের অনুসারী
  • আরমান = সুদর্শন প্রেমিক
  • আলিম = মহা জ্ঞানী
  • আসাদুজ্জামান = যুগের সিংহ
  • ইনছাপ = ন্যায় বিচারক
  • ইরশাদ = পথ দেখানো
  • এমদাদ = সাহায্যেকারী

ছেলে শিশুর ইসলামিক আরবি নাম কোনগুলো

ছেলে শিশুদের অনেক সুন্দর সুন্দর আরবি ইসলামিক নাম রয়েছে। যদি সেই নামগুলো থেকে সুন্দর একটি আরবি নাম আপনার শিশুর জন্যে রাখেন, তাহলে ইসলামের প্রতি এবং তার নিজের ধর্মের প্রতি এক ধরনের আনুগত্য সৃষ্টি হতে পারে।

ছেলে শিশুর ইসলামিক আরবি নাম তার জীবনে অনেক সাফল্য এনে দিতে পারে। প্রতিমুহূর্তে সে আল্লাহর রহমত এবং বরকতের মধ্যে থাকবে। ইসলামিক আরবি নামগুলোর মধ্যে নিচে কিছু নাম নিম্নরূপে দেয়া হয়েছে।

  • আদিল আহনাফ = ন্যায় পরায়ণ ধার্মিক
  • আশফাক বাহবাব = অধিক স্নেহশীল বন্ধু
  • আতহার ফিদা = অতি পবিত্র উৎসর্গ
  • আমজাদ সাদিক = সম্মানিত সত্যবান
  • বখতিয়ার আশিক = সৌভাগ্যবান প্রেমিক
  • ফাহিম আজমল = বুদ্ধিমান অতি সুন্দর
  • ফাতিন ইশতিয়াক = সুন্দর ইচ্ছা
  • হামি আসেফ = রক্ষাকারী যোগ্য ব্যক্তি
  • আবরার হানিফ = ন্যায়বান ধার্মিক
  • আকদাস আরমান = অতি পবিত্র ইচ্ছা

ছেলেদের ইসলামিক সুন্দর নাম ম এবং ব দিয়ে অর্থসহ

ইসলামিক সকল সুন্দর নামগুলোর মধ্যে আপনি ম এবং ব এর মধ্যে পূর্ণাঙ্গ অর্থ সংবলিত যেই সকল নাম রয়েছে, তার কিছু বিবরণ এখানে নিম্নরূপ দেখতে পারেন।

  • মুস্তফা তালিব = মনোনীত অনুসন্ধানকারী
  • মাহির দাইয়ান = দক্ষ বিচারক
  • মাসুম লতীফ = সৌভাগ্যবান পবিত্র
  • মুহতাসিম ফুয়াদ = মহান অন্তর
  • দিলির দাইয়ান = সাহসী বিচারক
  • জুহায়ের মাহতাব = উজ্জল চাঁদ
  • মুস্তফা ওয়াদুদ = মনোনীত বন্ধু
  • হামি আহবাব = রক্ষাকারী বন্ধু
  • বখতিয়ার মনসুর = সৌভাগ্যবান বিজয়ী
  • বখতিয়ার আকরাম = সৌভাগ্যবান দানশীল

পরিশেষে

প্রিয় পাঠকগণ, আপনারা নিশ্চয়ই এখন ছেলেদের ২৫৫৫+ আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহ হাতের নাগালে পেয়েছেন। নিজেদের পছন্দ অনুযায়ী ইসলামিক নামগুলোর মধ্যে যেকোন একটি নাম আপনার পছন্দ অনুযায়ী শিশুর নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।


পরিবারের অন্য সকল সদস্যদের সাথে আলোচনা করে আমাদের ওয়েবসাইট থেকে পছন্দ অনুযায়ী যেকোন একটি নাম শিশুর জন্যে রাখতে পারেন। বিস্তারিত ভালো লাগলে পোস্টের নিচের অংশে মন্তব্য করতে পারেন এবং অজানা আরোও ইসলামিক বিষয়ে জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url