মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ

ছেলেদের আনকমন ইসলামিক নামের লিস্ট অর্থসহমেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ আপনি হয়তো রাখতে চান। কারণ মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ রাখতে পারলে আপনি একজন মুসলিম হিসেবে বেহেশতে যেতে পারেন।
মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ
শিশুর জন্যে ইসলামিক সুন্দর পূর্ণাঙ্গ নাম
মুসলিম পরিবারে যখন একটি মেয়ে সন্তান জন্ম নেয় তখন রহমত হয়ে আসে। কারণ পিতা মাতার কাছে সেই সুন্দর ফুটফুটে মেয়েটি জান্নাতি বাগানের মত হয়।

পেইজ সূচিপত্র

মেয়ে শিশুদের পূর্ণাঙ্গ ইসলামিক নাম

একটি মেয়ে শিশু জন্ম নেওয়ার পাশাপাশি যদি তাকে সুন্দর একটি নামে ডাকা হয় তাহলে কতই না ভালো হয়। কারণ একজন মুসলিম শিশুর জন্যে ইসলামিক সুন্দর পূর্ণাঙ্গ নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেই শিশু ইসলাম এর প্রতি মনোভাব এবং ধর্মের প্রতি খুব বেশি আগ্রহ বোধ করে।


যদি আপনি ছোট থেকেই ইসলামিক নামে ডাকেন, তাহলে পরিবারে খুবই বরকত এবং রহমত নাযিল হয়। মেয়েদের বিভিন্ন ধরনের সুন্দর ইসলামিক নাম আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারেন। যদি আপনার মেয়ে সন্তানের নাম খুব ইউনিক এবং সুন্দর ও আনকমন হলে সবাই তাকে সেই নামে ডাকতে খুব আনন্দ পায়।

মেয়ে সন্তানদের নাম শুধু সুন্দর রাখলেই চলবে না। আপনার যদি ছেলে সন্তান থাকে তাহলে তার নামও ইসলামিক নামে রাখা উচিত। কারণ এটি পিতামাতা এবং অভিভাবক হিসেবে আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। মেয়ে শিশুদের পূর্ণাঙ্গ ইসলামিক নামের কালেকশনগুলো নিম্নরূপ থেকে দেখতে পারেন।

  • তাসনিয়া নামের অর্থ = প্রশংসা।
  • ফাখেরা জমিমা নামের অর্থ = মর্যাদাবান ভাগ্য।
  • মালিহা নামের অর্থ = রূপসী। 
  • আকিলা নামের অর্থ =বুদ্ধি মন্ডিত।
  • সামীহা নামের অর্থ =দানশীল।
  • নাজিবা নামের অর্থ = সম্মানিতা।
  • রোশনী নামের অর্থ = আলো।
  • সামীহা নামের অর্থ = দানশীল।
  • সুআদ নামের অর্থ = সৌভাগ্যবতী।
  • আসমা নামের অর্থ = অতুলনীয়।
  • মায়মুনা নামের অর্থ = ভাগ্যবতী।
  • রাইসা নামের অর্থ = রানী।
  • সায়ীদা নামের অর্থ = পূণ্যবতী।
  • ফারযানা নামের অর্থ = কৌশলী।
  • রামিসা নামের অর্থ = নিরাপদ।

মুসলিম মেয়েদের আনকমন নামের তালিকা

মেয়েদের আনকমন সুন্দর ইসলামিক নাম রাখার ফলে অভিভাবকদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিতে পারে। এর মাধ্যমে একজন মুসলিম মেয়ে সকল ধরনের পাপাকার্য থেকেও নিজেকে বাঁচাতে পারে। কারণ ইসলামিক সুন্দর নাম রাখার কারণে তার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। 

মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ রাখার কারণে তার চালচলন বেশভূষায় ইসলামী প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুসলিম মেয়েদের আনকমন নামগুলো কি রয়েছে।

  • মাসুমা নামের অর্থ = নিষ্পাপ।
  • নায়েলা নামের অর্থ = অর্জনকারিনী।
  • আয়েশা নামের অর্থ = জীবনযাপন কারিনী।
  • রাদিআহ নামের অর্থ = সন্তুষ্টি।
  • সামীহা নামের অর্থ = দানশীল।
  • সুফিয়া নামের অর্থ = আধ্যাত্মিক সাধনাকারী।
  • নাজিবা নামের অর্থ = সম্মানিতা।
  • রাবিয়াহ নামের অর্থ = বাগান।
  • হামিদা নামের অর্থ = প্রশংসা কারিনী।
  • লাবীবা নামের অর্থ = জ্ঞানী।
  • আরমানি নামের অর্থ = আশাবাদী।

মেয়েদের ইসলামিক আনকমন নাম পূর্ণ অর্থসহ

মনে করুন, আপনার নাম রোশনী। এই নাম ইসলামিক ভাবে আনকমন এবং পূর্ণ অর্থ সহ যদি বলা হয় তাহলে এর অর্থ আলো। আপনার অভিভাবক ইসলামিক আকর্ষণীয় আনকমন একটি পূর্ণঅর্থসহ নাম রাখার চেষ্টা করেছেন যা খুবই বরকতময় এবং অতুলনীয়। ইসলামিক ভাবে উল্লেখিত বিভিন্ন নবী রাসূল এবং আউলিয়াদের নামও অনেকে রেখে থাকেন।
মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ
মুসলিম মেয়েদের আনকমন নামের তালিকা
যার ফলে অভিভাবকগণ তার বরকতের ভাগীদার হয়ে থাকেন। সৌদি মেয়েদের ইসলামিক নাম রাখার চেষ্টা করেন যা একটু আনকমন এবং পূর্ণাঙ্গ অর্থসহ হয়ে থাকে। পছন্দ অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট থেকে আনকমন নাম খুঁজে তারপর মেয়ে সন্তান এর জন্যে রাখতে পারেন। নিম্নরূপ থেকে এর বিস্তারিত দেখুন।

  • রায়হানা নামের অর্থ = সুগন্ধি ফুল।
  • নিশাত নামের অর্থ = আনন্দ।
  • নাফীসা নামের অর্থ = মূল্যবান।
  • হাবিবা নামের অর্থ = প্রিয়া।
  • তাবিয়া নামের অর্থ = অনুগত।
  • তাযকিয়া নামের অর্থ = পবিত্রতা।
  • ফাতেমা নামের অর্থ = নিষ্পাপ।
  • ফাহমিদা নামের অর্থ = বুদ্ধিমতী।
  • মাজেদা নামের অর্থ = সম্মানিয়া।
  • মাহবুবা নামের অর্থ = প্রেমিকা।
  • আদিবা নামের অর্থ = লেখিকা।
  • আমিনাহ নামের অর্থ = বিশ্বাসী।
  • ইতিকা নামের অর্থ = অশেষ।
  • জয়নব নামের অর্থ = সুদর্শনী।
  • কানিজ নামের অর্থ = অনুগতা।
  • কানিজ ফাতেমা নামের অর্থ = অনুগতা নিষ্পাপ শও।
  • কামরুন্নিসা নামের অর্থ = মহিলাদের চাঁদ।
  • খাদীজা নামের অর্থ = রাসূলুল্লাহ (সাঃ) এর প্রথম সহধর্মিণী।
  • খালিদা রিফাত নামের অর্থ = অমর উচ্চ মর্যাদাবান। 
  • গালিবাহ নামের অর্থ = বিজয়িনী।
  • চন্দ্রিমা নামের অর্থ =চন্দ্র।
  • জমিলা খাতুন নামের অর্থ =সুন্দরী মহিলা।

আ দিয়ে মেয়ের জন্যে আকর্ষণীয় সুন্দর ইসলামিক নাম

আপনি যদি পূর্ণাঙ্গ অর্থসহ আকর্ষণীয় ইসলামিক নাম মেয়ের জন্যে রাখেন, তাহলে পাশ্চাত্য সংস্কৃতিকে অনুসরণ না করে ইসলামিক সুন্দর পূর্ণাঙ্গ অর্থ বহনকারী একটি নাম রাখতে পারেন। মেয়ে সন্তান জন্ম নেওয়া পিতা মাতার জন্যে খোদা তায়ালার পক্ষ হইতে সর্বশ্রেষ্ঠ একটি উপহার।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে সম্মান এবং মর্যাদা দিয়ে গিয়েছেন। আ দিয়ে মেয়ের জন্যে ইসলামিক নাম রাখা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এই তালিকা থেকে অনেক সুন্দর করে খুঁজে নিয়ে নাম রাখতে পারেন।

এছাড়াও অনেক সময় অনলাইন থেকে অথবা অফলাইন থেকে অনেক সুন্দর সুন্দর নামের ছোট ছোট বই পাওয়া যায় যেখানে ইসলামিক সুন্দর নাম রয়েছে। পছন্দমত নিজের মেয়ের জন্যে নাম রাখতে পারেন। আ দিয়ে মেয়ের জন্যে আকর্ষণীয় নাম খুঁজে পাওয়া কোন কঠিন বিষয় নয়।

যখন আপনি বিভিন্নভাবে খোঁজে একটি নাম নির্ধারণ করবেন তখন এর পাশে অর্থ দেখতে পাবেন। কারণ মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম অর্থসহ পেলে অর্থ বুঝে নাম রাখতে আপনার জন্যে সুবিধা হবে। তাহলে আসুন দেখি কিভাবে আ দিয়ে আকর্ষণীয় ইসলামিক নাম রাখা যায়।

  • আকিলা নামের অর্থ = বুদ্ধিমতী।
  • আদিবা নামের অর্থ = শিষ্টাচার।
  • আতিকা নামের অর্থ = সুন্দরী।
  • আজরা নামের অর্থ = কুমারী।
  • আদিলা নামের অর্থ = ন্যায়বিচারক।
  • আজরা মাহমুদা নামের অর্থ = কুমারী প্রশংসিতা।
  • আতকিয়া আনতারা নামের অর্থ = ধার্মিক বীরাঙ্গনা।
  • আতিয়া নামের অর্থ = আগমনকারিণী।
  • আতেরা নামের অর্থ = সুগন্ধী।
  • আনতারা মুরশিদা নামের অর্থ = বীরাঙ্গনা পথ প্রদর্শিকা।
  • আনিকা নামের অর্থ = রুপসী।
  • আনিসা তাবাসসুম নামের অর্থ = সুন্দর হাসি।
  • আফিয়া মাসুমা নামের অর্থ = পূণ্যবতী নিষ্পাপ।
  • আইদাহ নামের অর্থ = সাক্ষাত কারিনী।
  • আজরা জামীলা নামের অর্থ = কুমারী সুন্দরী।
  • আতকিয়া বাসিমা নামের অর্থ = ধার্মিক হাস্যোজ্জ্বল।
  • আদিলা নামের অর্থ = যে সবার প্রতি সমান।
  • আনিসা রায়হানা নামের অর্থ = সুন্দর সুগন্ধী ফুল।
  • আফয়া নাওয়ার নামের অর্থ = পুণ্যবতী ফুল।
  • আফরা নামের অর্থ = সাদা।
  • আফরা ইবনাত = সাদা কন্যা।
  • আফরিন = ভাগ্যবান।
  • আফিয়া আদিবা = পুণ্যবতী শিষ্টাচারী।
  • আফিয়া আনজুম = পুণ্যবতী তারা।
  • আফিয়া মাজেদা = পুণ্যবতী মহতি।
  • আমিনাহ নামের অর্থ = বিশ্বাসী।
  • আমীরাতুন নিসা নামের অর্থ = নারীজাতির নেত্রী।
  • আযহা উজ্জল আজিজা = সম্মানিতা।
  • আরো নামের অর্থ = সুগন্ধ।
  • আহলাম নামের অর্থ = স্বপ্ন।
  • আসীলা নামের অর্থ = চিকন।
  • আসমাহ নামের অর্থ = সত্যবাদীনী।

সকল অক্ষর দিয়ে মেয়েদের ইসলামি নাম

মেয়ে সন্তানদের সুন্দর নাম খুঁজে খুব হয়রানি হয়ে যাচ্ছেন? যদি এই রকম হয়ে থাকে যে আপনি মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন ভাল নাম খুঁজে পাচ্ছেন না। তাহলে ওয়েবসাইটে সকল অক্ষর দিয়ে লিখা নামগুলো থেকে বাছাইকৃত সুন্দর নাম নিতে পারেন। কারণ এই সকল নামগুলো পূর্ণ অর্থসহ এখানে বিস্তারিত আলোচনা হয়েছে।

  • অশীতা নামের অর্থ = অনেকের দ্বারা পছন্দ করা হয় এমন কেউ।
  • অনিন্দিতা নামের অর্থ = সুন্দরী।
  • আসমা গওহার নামের অর্থ = অতুলনীয় মুক্তা।
  • ইয়ামীনা নামের অর্থ = একটি মহিলা যাকে সঠিক পথে আনা হয়েছে।
  • ইয়ারা নামের অর্থ = একটি প্রজাপতির মতো সুন্দর এবং নমনী।
  • ইশরাত নামের অর্থ = উওম আচরণ।
  • ইসমাত আফিয়া নামের অর্থ = পূর্ণবতী।
  • ইসমাত আবিয়াত নামের অর্থ = সতী সুন্দরী স্ত্রীলোক।
  • ইহীনা নামের অর্থ = আবেগ।
  • ঈসমাত মাকসুরাহ নামের অর্থ = সতী অথবা পর্দানিশীল মহিলা। 
  • উজ্জীয়ো নামের অর্থ = ভগবানের শক্তি।
  • উথমা নামের অর্থ = অসাধারণ।
  • উনীসা নামের অর্থ = অমায়িক।
  • ঊর্মিলা নামের অর্থ = তরঙ্গের মালা।
  • এশা নামের অর্থ = পবিত্র।
  • ওয়াকীলা নামের অর্থ = প্রতিনিধি।
  • কুলছুম নামের অর্থ = দানশীলা।

কোরআন থেকে মেয়েদের নামের তালিকা

আপনার হয়তো সন্তান এর নাম রাখার বাছাই পর্ব চালিয়ে যাচ্ছেন। কিন্তু মেয়ে সন্তানের নাম শুধু রাখলেই চলবে না। এমন একটি নাম অক্ষর দিয়ে যাচাই বাছাই করে নিতে হবে যেন নামটি সরাসরি কোরআনে নির্ধারিত হয়েছে এমন হয়। কোরআনে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে যা আপনার মেয়ে সন্তানের জন্যে বিশেষ পবিত্র হতে পারে।
কোরআন থেকে মেয়েদের নামের তালিকা
ইসলামিক নাম হতে পারে সন্তানের জন্যে বিশেষ এক পবিত্রতার মাধ্যম
যদিও এর পরিমান খুবই কম রয়েছে তারপরেও আপনি অনেক পবিত্র নবী রাসূলগণের রমণীদের নামের সাথে মিলিয়ে রাখতে পারেন। কোরাআন থেকে নাম বেছে নেওয়াটা আপনার জন্য হতে পারে সব থেকে সহজ মাধ্যম। কোরআনে ইসলামিক নাম সম্পর্কে যেই সকল নাম বলা হয়েছে চলুন তার একটি তালিকা দেখে আসি।

  • অজিফা নামের অর্থ = মজুরী।
  • আকিলা নামের অর্থ = বুদ্ধিমতি।
  • আমিনা নামের অর্থ = নিরাপদ।
  • আকীবা নামের অর্থ = ফলাফল।
  • আমানিকাম নামের অর্থ = কামনা।
  • ইশরাক নামের অর্থ = আলোকিত করা।
  • ইশরাত সালেহা নামের অর্থ = উত্তম আচরণ পূণ্যবতী। 
  • ইজরাউ নামের অর্থ = উদার হৃদয়।
  • ইবা নামের অর্থ = শ্রদ্ধা।
  • সাবিরুন নামের অর্থ = ধৈর্য।
  • সিদ্দিকা নামের অর্থ = ধার্মিক ও পূণ্যবান।

অনাগত মেয়ের ইসলামিক নাম

অনাগত মেয়ে পেটে থাকতেই নাম রাখা নিয়ে চিন্তা? হয়তো ভাবছেন একটি সুন্দর নাম আপনার মেয়ের জন্যে ভবিষ্যতে সুন্দর পরিচয় বহন করতে পারে। মেয়ের জীবনে রহমতের বন্যা বয়ে দিতে সুন্দর নামগুলো নির্বাচন করতে পারেন। অনাগত মেয়ে সন্তান জন্ম হওয়া মাত্রই যেন উত্তম নামটি রাখতে পারেন।

তবে আপনি চাইলে মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন আধুনিক নামগুলোও রাখতে পারেন। কিন্তু আধুনিক নামগুলো থেকে অনাগত মেয়ের জন্যে ইসলামিক নামগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। একজন মুসলিম হিসেবে মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ কি হতে পারে চলুন তার একটি ধারণা নিই।

  • ইমিনাস নামের অর্থ = সম্ভ্রান্ত মহিলা।
  • সকিনা নামের অর্থ = প্রশান্তি।
  • সাখরা নামের অর্থ = শিলা।
  • সামা নামের অর্থ = আকাশ।
  • সাফিয়া নামের অর্থ = দয়ালু মনের অধিকার।
  • মাইয়াদা নামের অর্থ = যে দুলে দুলে হাঁটতে পছন্দ করে।
  • মাকারিম নামের অর্থ = যে খুবই ভালো চরিত্রের মানুষ।
  • মাজেদা নামের অর্থ = সম্মানিয়া।
  • মাহজুজা নামের অর্থ = ভাগ্যবতী।
  • মালিহা নামের অর্থ = সুন্দরি।
  • তাওবা নামের অর্থ = অনুতাপ।
  • তহুরা নামের অর্থ = পবিত্রা।
  • তাযকিয়া নামের অর্থ = পবিত্রতা।

আধুনিক ইরানি মেয়েদের ইসলামিক নাম

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সন্তানদের জন্যে ইসলামিক নাম রাখার পরামর্শ দিয়েছেন। যদি আপনি ইরানি মেয়েদের মত ইসলামিক নাম আপনার মেয়ে সন্তানের জন্যে রাখতে চান, তাহলে অর্থবোধক সুন্দর নামটি রাখার চেষ্টা করবেন। আধুনিক মেয়েদের নামগুলো অনেক বেশি সুন্দর হয়।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেয়ামতের সময়কালে প্রত্যেকের নাম ধরেই প্রত্যেককে ডাকা হবে। তাই যখনই আপনার মেয়ে সন্তান জন্ম নিবে সুন্দর নামগুলো নির্বাচন করার চেষ্টা করবেন।

প্রয়োজনে ইরানি মেয়েদের ইসলামিক নামগুলো গুগল থেকে সার্চ করে সুন্দর নামটি রাখার চেষ্টা করতে পারেন। এখন তাহলে চলুন আধুনিক ইরানি মেয়েদের ইসলামিক নাম কেমন হতে পারে সেই সম্পর্কে জেনে আসি।

  • আরমানি নামের অর্থ = বিশ্বাস।
  • আলেয়া নামের অর্থ = মহিমান্বিত।
  • বখিতা নামের অর্থ = ভাগ্যবান এক মেয়ে।
  • দিলারা নামের অর্থ = শোভাময় সৌন্দর্য মেয়ে।
  • ফারিনা নামের অর্থ = দয়াময় এবং করুণাময় নারী।
  • ফোরজান নামের অর্থ = উজ্জ্বল।
  • সোরায়া নামের অর্থ = রত্ন।
  • রোশনক নামের অর্থ = উজ্জ্বল নক্ষত্র।
  • লীলা নামের অর্থ = রাতের কন্যা।
  • মেহরি নামের অর্থ = সূর্য।

স দিয়ে মেয়েদের ইসলামিক নামসমূহ

আধুনিক সময়ে মেয়েদের নাম রাখার বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে পূর্বের চেয়েও অনেক বেশি আগ্ৰহ দেখা যায়। আদিকাল থেকেই দেখা যেত দাদি, নানি, পরিবারের মুরুব্বি, বয়স্ক লোকেরা বাচ্চাদের জন্যে অনেক বড় নাম রাখতেন। কিন্তু আধুনিককালে তা আর হয় না।
বেশিরভাগ সময় পিতামাতা সুন্দর একটি অর্থবোধক নাম রাখতে চান। বড় নাম রাখার পরিবর্তে ছোট নাম বাছাই করতে এখন অনেক বেশি পছন্দ করে। যদিও শিশুরা তাদের নাম একটু আনকমন হোক তারা চায়। তাই সেই নাম অনুসারে ইসলামিক ভাবে 'স' দিয়ে নাম রাখতে পারেন।

মুসলিম হিসেবে একটি শিশুর জন্যে ইসলামিক নাম রাখা খুবই উত্তম। স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ দিয়ে অনেক রকমের নামের মেলা এখানে বলা হয়েছে। এইক্ষেত্রে সুন্দর নাম রাখতে 'স' দিয়ে ইসলামিক নামগুলো খুব বেশি পছন্দনীয় হতে পারে। নিম্নরূপে চলুন বিস্তারিত দেখি।

  • সাবিতা নামের অর্থ = যে সর্বদা প্রথম স্থান অধিকার করে।
  • সাফিউন নামের অর্থ = সত্যিকারের বন্ধু।
  • সাফা নামের অর্থ = পাহাড়।
  • সাহিবা নামের অর্থ = মহীয়সী।
  • সাহীরা নামের অর্থ = পর্বত।
  • সাজিদা নামের অর্থ = উপাসনায় সিজদা করা।
  • সাবরিন নামের অর্থ = ধৈর্য এবং সহনশীলতা।
  • সাবকাত নামের অর্থ = আধিপত্য।
  • সাদিয়া নামের অর্থ = ভাগ্যবান।
  • সামিলা নামের অর্থ = শান্তি স্থাপনকারী।
  • সাবিন নামের অর্থ = উভয় জগত।
  • সারা নামের অর্থ = মহীয়সী মহিলা।
  • সামাহ নামের অর্থ = উদারতা।
  • সালহা নামের অর্থ = ন্যায়পরায়ণ।

পরিশেষে

প্রিয় পাঠক, মেয়েদের সুন্দর নামগুলো জেনে নিশ্চয়ই একটি নাম এতটুকু সময়ের মধ্যে বাছাই করে নিতে পেরেছেন। মেয়েদের ইসলামিক আকর্ষণীয় আনকমন নাম পূর্ণ অর্থসহ কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।

তাই নিজের ভাবমূর্তি জানাতে কমেন্ট করতে পারেন। আপনার কাছে যদি কোন নামের অর্থ নিয়ে জানার খুব আগ্রহ থাকে তাহলে সেই অক্ষরটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আপনার কাছে সেই অক্ষর দিয়ে একটি অনুচ্ছেদ নিয়ে হাজির হবো। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url