কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। হরমোনের কারণে মানবদেহে নানা জটিলতা সৃষ্টি হয়। এটা সম্পর্কে অনেকেই জানে না। আপনি যদি না জানেন যে কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন তবে এই লেখাটি আপনার জন্য। এই পোস্টটি পড়লে জানতে পারবেন যে কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন।

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো এখানে তুলে ধরা হবে। চলুন এবার জানা যাক, কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন।

পেজ সূচি:

ভূমিকা:

হরমোন মানবদেহে উৎপাদিত অপরিহার্য একটি উপাদান। হরমোনের জটিলতা সৃষ্টি হলে শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই সম্পর্কে জানা জরুরি। সুস্থ দেহ ও সুস্থ মন পেতে হলে চাই যথেষ্ট জ্ঞান।

কিন্তু হরমোন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কিছুটা কম বৈ কী! যাই হোক। এই লেখাটিতে অজানা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার মাধ্যমে বর্ণনা করা হবে যে কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন।

হরমোন কি ও এর কাজ:

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এই সম্পর্কে বিস্তারিত জানার আগে এটা জানা প্রয়োজন যে, হরমোন কি এবং মানবদেহে এটা কিভাবে কাজ করে। হরমোন হলো মানবদেহের অভ্যন্তরে উৎপাদিত জৈব তরল পদার্থ। এটি একটি রাসায়নিক উপাদান। প্রাকৃতিক ভাবে দেহের ভিতরেই এটা উৎপাদিত হয়।

মানবদেহে রয়েছে অসংখ্য গ্রন্থি। সেই গ্রন্থিগুলোতেই তৈরি হয় হরমোন। এরপর রক্তের মাধ্যমে সেই হরমোন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এই সম্পর্কে জানার আগে হরমোনের এই কার্যপ্রণালী সম্পর্কে আপনার জানা দরকার। কারণ হরমোনের সমস্যাগুলো ধরা একটু কঠিন বটে।

আরো পড়ুন: ওয়ালমার্ট কোম্পানীর প্রতিষ্ঠাতা কে তিনি কিভাবে ওয়ালমার্টের মালিক হলেন

মানবদেহ হলো হরমোনের এক প্রাকৃতিক ফ্যাক্টরি। হরমোন বিভিন্ন ধরনের হয়ে থাকে। একেক হরমোনের কাজ একেক রকম। ভিন্ন ভিন্ন গ্রন্থি থেকে ভিন্ন প্রকারের হরমোন নি:সৃত হয়। কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো সম্পর্কিত এই লেখাটিতে আপনি হরমোনের কাজ সম্পর্কেও জানতে পারবেন।

যেমন: পিটুইটারি গ্রন্থি থেকে নি:সৃত হরমোন মানবদেহের বৃদ্ধি ঘটায়। থাইমাস নামক গ্রন্থি থেকে নি:সৃত হরমোন দেহের রোগ প্রতিরোধশক্তি বৃদ্ধি করে। আবার থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোন নি:সৃত হয়, সেটি দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আইলেটস অব ল্যাংগারহেনস গ্রন্থি থেকে নি:সৃত হরমোন শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে থাকে।

হরমোনের সমস্যার লক্ষণগুলো কি:

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এই বিষয়ে জানার আগে, হরমোন সমস্যার লক্ষণগুলো জানা দরকার। যাতে ঐ লক্ষণ বা উপসর্গ দেখা মাত্রই আপনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন। লক্ষণগুলো হলো:

  • হঠাৎ অস্থিরতা
  • মানসিক চাপ
  • বুক ধড়ফড় করা
  • হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
  • ব্লাড প্রেসার
  • গরম লাগা
  • ঘুম না হওয়া
  • কোনো কারণ ছাড়াই ভালো না লাগা
  • নারীদের অনিয়মিত পিরিয়ড
  • প্রেগনেন্সির সময় জটিলতা
  • শরীরের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক লোম গজানো

হরমোনের সমস্যার কারণ:

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো লেখার আগে, উক্ত সমস্যাগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে সেই কারণগুলো জানা দরকার। যাতে আপনি খুব সহজে সমস্যার কারণগুলো থেকে দূরে থাকতে পারেন।

মূলত আমাদের অনিয়ন্ত্রিত জীবনধারাই হরমোনের সমস্যা সৃষ্টি করে থাকে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ, যোগব্যয়াম না করা এরকম আরো বিভিন্ন কারণ বা ফ্যাক্ট রয়েছে যা হরমোন সমস্যার সৃষ্টি করে। কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এর উত্তর জানলে দেখবেন, উপায়গুলো আমাদের আয়ত্তের মধ্যেই রয়েছে। শুধু প্রয়োজন একটু সচেতন হওয়ার।
বর্তমানে ফাস্টফুড ছাড়া যেন খাবারের কথা ভাবাই যায় না। আকর্ষণীয় ও মুখরোচক ফাস্টফুড সবার প্রিয়। অথচ এই ফাস্টফুড হরমোন সমস্যা সৃষ্টি করার ক্ষেত্রে যে কতোটা কাজ করে, অনেকেই জানে না। কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো বলার আগে ফাস্টফুড সম্পর্কে না বললেই নয়।
সুস্বাদু ও আকর্ষণীয় করার জন্য ফাস্টফুড তৈরিতে এমন কিছু কেমিকেলস ব্যবহার করা হয় যা শরীরের হরমোনের ব্যালেন্স এলোমেলো করে ফেলে। ফলে শরীরের বিভিন্ন কোষ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এর ফলস্বরূপ নানাবিধ উপসর্গ ও জটিলতা দেখা দেয়।

কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন:

হরমোনের সমস্যাগুলো কিভাবে সৃষ্টি হয় জানলেন। এবার তবে জানা যাক, কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো সম্পর্কে। আগেই বলেছি, হরমোনের সমস্যাগুলোর কারণ আমাদেরই তৈরি করা। তাই এই সমস্যাগুলো থেকে দূরে থাকা আমাদের আয়ত্তেই রয়েছে।
আমাদের অনিয়ন্ত্রিত জীবনধারায় পরিবর্তন আনতে হবে। সঠিক ডায়েটচার্ট তৈরি করতে হবে। নিয়মিত যোগব্যয়াম করতে হবে। কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এর উপায়গুলোর মধ্যে সঠিক ডায়েট একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডায়েট সম্পর্কে নিচের ধাপগুলো লক্ষ্য করুন:
  • ধূমপান থেকে বিরত থাকা
  • প্রতিদিনের ডায়েটে টাইম মেইনটেইন করা
  • পরিমিত সবজি খাওয়া
  • ফাস্টফুড, তেল ও ভাজাপোড়া জাতীয় খাবার এড়িয়ে চলা
  • ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ খাবার খাওয়া
  • নিয়মিত গ্রিন চা পান করা
  • বাদাম, আখরোট, খাঁটি মাখন এই জাতীয় খাবার খাওয়া
  • যথেষ্ট প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ
  • নিয়মিত যোগব্যয়াম করা
  • অতিমাত্রায় ওষুধ সেবন না করা
এরপরেও যদি হরমোনের সমস্যার কোনো লক্ষণ দেখতে পান, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

পরিশেষে:

হরমোন কি এবং এর কাজ, হরমোনের সমস্যার কারণ এবং কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন এই সম্পর্কে বিস্তারিত জানলেন। এবার নিজের লাইফস্টাইলের আমূল পরিবর্তন করে সুস্থ থাকুন। অন্যদেরকেও সচেতন করে তুলুন। তাদেরকেও জানান যে কিভাবে হরমোনের সমস্যা দূর করবেন সেই উপায়গুলো সম্পর্কে। (25957)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url